
প্রয়োজন ছিল তাই পুজিছো তুমি
তবে মন্ত্রটা ছিল ভুল,
দুর্বল ভেবে করেছো অত্যাচার
ভেঙেছো সব কূল ।
কেড়ে নিয়েছো মান
করেছো জীবন কাল,
অশ্রুর জলে বান এসেছে
ছাপিয়েছে দু’চোখের জল ।
আজকে তাই এসেছি ধুয়ে নিতে
জীবনের যতো ব্যর্থতা,
দেবীর বিসর্জনে তোমার চোখে জল
আর নারীর বিসর্জনে তোমার সার্থকতা ।
ছিঃ কেমন তোমার মানসিকতা ?