বিসর্জন

বিসর্জন
——————–
অমিতাভ মুখোপাধ্যায়

প্রত্যাশার স্বপ্নেরা সব ভেসে গেছে
উজান বাতাসে
দুঃস্বপ্নের মালা গেঁথে গেঁথে
এখন শুধু দিন গুজরান
রাত গভীর হলে ভয় হয়
পরদিন প্রভাতের সূর্য্য দেখতে পাবো তো?

আমি জানি, আমি চলে গেলে
দুদিনের জন্য
কেউ কেউ চোখের জল ফেলবে
কত ঘটনা, রটনায় ভরে যাবে
সমাজ, সংসার
তার পর সব থেমে যাবে
যে ভাবে ধীরে ধীরে থেমে যায়
লাল আলো দেখা চলন্ত গাড়ী

এ জীবনে যা কিছু পেলাম তা অনেক
বিনিময়ে দিলাম শুধু ব্রাত্য জনের
সাল তামামি
কর্তব্যের নিগড়ে বাঁধা কিছু কাঞ্চনমূল্য
আরও কিছু দিতে পারলে খুশী হতাম
কিন্তু কলমের কালি যে শেষ
সাদা কাগজে
এখন শুধু চোখের জলের দাগ পড়ে
অক্ষর ফোটে না
শো -কেসে রাখা বই গুলিতে
সময়ের ধুলো জমে
সজারুর কাঁটায় রক্ত ঝরে হৃদয়ের গভীরে
বুঝতে পারি জীবনের বয়সের সঙ্গে
এও একটা অন্তঃমিল
কিংবা ছন্দপতন
বিসর্জনের ছেঁড়া ছেঁড়া মালার মতো l

Amitava Mukhopadhyay

Leave a Reply