বজ্রাঘাতে মৃতের মিছিল
দীর্ঘ থেকে দীর্ঘ হয়,
দেশটা জুড়ে শোকের মাতম
বিশ্ববাসী অবাক হয়!
.
.
জ্ঞানী গুণী বিজ্ঞ যারা
গবেষণায় হাল ধরুন;
উদ্ভাবনের মধ্য দিয়ে
উপায় কিছু বার করুন।
.
.
হতেই পারে ছাতি,লাঠি
পোষাক–বজ্র নিরোধক
ব্যবহারে এসব জিনিস
ক্ষয় ক্ষতি হোক জিরোতক।
.
.
আবিষ্কারের নেশায় যারা
লেগে থাকেন নিরন্তর;
তারাই হবেন দেশ বরন্য
খেতাব তাদের বীর অন্তর।
.
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika