এখানে একটি শূন্য এঁকেছি
মাঝখানে এই অদৃশ্য বিন্দুটি আমি
শূন্যটি বড় হতে থাকে প্রতিক্ষণ
বড় হতে হতে বৃত্ত হয়ে যায়
আমি কেবল বিন্দুরূপে ভাসি
এখানে একটি সমুদ্র লিখেছি
প্রমোদতরী ভাসছে আবেশে
মাঝখানে রয়েছি একা নির্জন দ্বীপ,
অন্ধকার ঘনীভূত হলে
দূরের ওই নক্ষত্রমণ্ডলী নেমে আসে নীচে
বিন্দুতে বিন্দুতে মিলে যায় সমগ্র ব্রহ্মাণ্ড
ওখানে একটা আকাশ লিখেছি
তারপর ডট্ ডট্ ডট্।