আমাদের গ্রামে বৃষ্টি এল
টপটপিয়ে পড়ছে এখন
পুকুর গুলো শুকিয়ে ছিল
আর কদিন পর,
পুকুরগুলো উপচে যাবে যখন
ছিপ কেঁচো নিয়ে পুকুর ধারে বসব তখন
এসব এখন ছবি
আঁকার খাতায় জলরঙেতে আঁকি
তোমরা যারা পাওনি এসব
তাদের জন্য একটা পুকুর রেখেছি লুকিয়ে
তোমরা যারা পাওনি এসব রাতের বেলায় এসো
শুনবে কোলাব্যাঙে গল্প শোনায় কেমন
পুকুর গুলো যাচ্ছে এখন চুরি
সেখানেতে উঠছে দেদার বাড়ি
তোমরা যারা পাওনি এসব
জলরঙেতে আঁকার খাতায় আঁকো ।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika