.
.
মস্তিষ্কের রক্তক্ষরণ, দেহ’টা আজ কোমায়! শব্দের ঝংকারে অস্থিরতা, নীরব ঘাতক!
.
.
এই তো সেদিন শুরু হয়েছিল জীবনটা, হাত ধরে স্কুলের পথ,আবার সেই হাতটা’ই ধরেছিল, কোন এক প্রিয়তমা।। সেও বলেছিল শক্ত করে ধরে আছি, কিন্তু তবুও কোমায়??
.
.
বড্ড কম সময় দিয়েছিল সময়, কারন ওর নাম অসময়!! রিক্ততার অতল জলে কেন মিছে আস্ফালন?? বলে এই নিঠুর সমাজ।এত নিষ্ঠুর? এই দেহ নিয়ে আবার কাটাকুটি খেলা!!
.
.
কল্পনা নয় সত্য আছে, তাই গাইছে পাখি আপন মনে “বেলা শেষের বেলা”