
এই জীবনের অলিগলি ঘুরতে গেলে
জীবন কড়াইর তপ্ত তেলে পুড়তে হবে
ছুড়তে হবে অনেক কিছু লুটতে হবে
আরও অনেক, ডুবতে হবে ঝড়বাদলে।
স্বপ্নবানে সখের টানে জীবন তরী
ভাসবে যখন, যখন তখন বৈরী হাওয়া
ধরতে পারে, এর মানে নয় থেমে যাওয়া
ঝড়ের ভেতর খড়ের খুঁটী রাখা ধরি।
আপনজনের অবহেলা বাহির থেকে আদর খেলা
দুখ নিয়ো না, সুখ নিয়ো না বাহির থেকে
বাঁচার তরে কার কতটুক কে বা দেখে
স্মৃতির ভাজে থাকুক না হয় স্বজন খেলা।
.
.
.