আমার ভিতর তখন বৈশাখীর আবাধ্য বিকাল,
ঋতু যদি অবাধ্য হয়,আমিও বেপরোয়া হতে পারি
বুকপকেটে চিঠি,মোবাইল আসিনি তখন,
বহু অপেক্ষার পর বিকেলগুলো হতো,
গাছের ভিতর শ্বাস পড়ার শব্দ
গাছেরাও ছোঁয়া বুঝতে পারে,
না চাইতেই সরে যায় অভিমানী ওড়না
কিছুটা রোমান্টিক কিছুটা রহস্য উপন্যাস,
আশির দশকের প্রেম ,একালের কাব্য নয়
হাত ধরে দৃষ্টি লুকিয়ে হাঁটছি বৈশাখের বিকেলে
বিড়াল ধরতে হাত ছাড়িয়ে আমাদের ভিতর এক অল্পবয়সী ছেলে,
দোষ ছিল না তার চেয়ে বেশী দোষী হল
আবার কবে সুযোগ হবে ,শুধুমাত্র এই কারণে !
জলস্তর যেভাবে কেপে ওঠে সেভাবেই মিলিয়ে যায়
এভাবেই দ্র্ বিভুত হয় স্মৃতি একদিন লবনাক্ত জলে।
আমরা শুধু ভাবতে জানি।