এই বেশ ভালো আছি,
জীবনটা অগোছালো, এলোমেলো,
পরিপাটি জীবনে বড্ড অরুচি আমার,
জোর করে গিলতে গেলে
গা গুলিয়ে ওঠে,
বমি বমি পায়..
সমাজ বলে
এগুলো অসামাজিকতার উপসর্গ!
আমি অসুস্থ,
আমার চিকিৎসার প্রয়োজন,
আমি সেরে না উঠলে
এই সমাজের বাসযোগ্য হয়ে উঠবো না..
চেষ্টার কোনো ত্রুটি রাখে না তারা,
চিকিৎসার জন্য
আদ্যপ্রান্ত উঠে-পড়ে লাগে,
কিন্তু চিকিৎসায়
আমি কোনো সাড়া দিই না,
আমার হৃদযন্ত্র ততক্ষণে
আমার কবলে যে!
তবু ওরা চেষ্টার কোনো ত্রুটি রাখে না,
কাটা-ছেঁড়ার অন্তিম পর্যায়ে এসে দাঁড়ায়,
শেষে ব্যর্থ হয়ে
হাল ছেড়ে দেয়,
ক্ষতস্হানে দাগগুলো রয়ে যায়…
ওরা ঘোষণা করে
আমি ব্রাত্য!