আলো ভরে যায়, আলো ভরে যায়
আলোর পাত্র ভরে
তোমার হৃদয় আজ আলো হয়ে ঝরে
অনন্ত আলোকপুরে ।
দীক্ষা আসে আবার
তোমার স্পর্শে উজ্জীবিত প্রাণ
ভারতাত্মায় জেগে ওঠে
মানবের মহাগান।
মানবিক এই অবকাশটুকু
একান্ত অভিনিবেশে আঁকা ভোর
চেয়ে দ্যাখো যুগ , যুগের বিস্ময়
মুগ্ধতা তার ত্যাগের সমাক্ষর ।
এই এতদিন মনুষ্যমালঞ্চ রচনা
তিলে তিলে সেবা, তিলে তিলে প্রেম
স্বপ্নে বিবেকে ধারন করেছ বীণা
আমরা এসে তাই ফিরে পেলেম ।