ফেসবুক ইউটিউব এলো,
শব্দ ভান্ডার এক নতুন শব্দ পেলো।
সব ভাষাতেই এর একই নাম,
মানুষের জীবন কে অতিষ্ঠ করাই এর কাম।
ভালো হোক বা খারাপ,
মানুষের জীবনে এনে দেয় অনেক ফারাক।
মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে,
কেউ এতে একতা গড়ে।
চোখ মেরেও ভাইরাল হয়,
মিথ্যা প্রচারেও মানুষ করে না ভয়।
ভাইরাল হয় নকল করে,
কিন্তু শ্রেষ্ঠতা , সে তো নিজের তরে।
মিথ্যা জিনিস-মশালা যুক্ত জিনিস খুব তাড়াতাড়ি,
গ্রহণ করে মানুষ দেখাই খুব বাড়াবাড়ি।
সত্য জিনিস-ভালো জিনিসের কদর নাই,
যেখানে রস সেখানে ছুটে যায়।
ভুল ভাল খবর প্রচুর শেয়ার চলে,
যাচাই না করে সবাই কে দেখতে বলে।
ভিখারি কে করে তোলে শিল্পী,
আবার রাজার জীবনো কখনো হয় জিলিপি।
কেউ করে সত্যি সত্যি-কেউ করে সাজিয়ে,
কেউ করে মজা নিতে রুপ রস মিশিয়ে।
কখনো ইহা প্রান বাঁচাই,
কখনো আবার কেড়ে নেয়,
দিনের শেষে ভাইরাল করো
যেগুলো সঠিক তথ্য দেয়।।