এস.কে.এম মিজানুর রহমান
ওইখানে তে লাটিম তলার তলে
পৃথিবীটা ঢলে পড়ে কৌশলে
নিত্ত যখন নিত্ততা ছুঁতে যায়
কৌশিক বন মধুময় সুবাস পায়।
তৈলের সাথে তুষার কণা ঝরে
টইটম্বুর পৃষ্ট হয়, ডরে
হারিয়ে যাওয়া মানবজাতির জন্য
ধরণী ক্রন্দন সম খোঁজ করতেই হন্য
এই সেই আবাল কালের কান্তার গতি
পালিত হয় সেই কান্নার আরতি
জুড়ে গিয়ে যুগ্ম সরস
অনাহারে মরে পড়স
তারপরও চেষ্টায় থাকি
রক্ষাবন্ধনে- পরাবার লেগে রাখি
কে খেল না তা দেখতে মানা
সমাজ নামের কিট সেজে খুঁজি নিয়মের আনাগোনা।
এই করে যায় যতদিন
সভ্যতার সভাপতি চেয়ে টুটাব ভূ-টাই হচ্ছে বিলীন•••••
.