অনেক পথ চলতে আজো চাই আমি নিজে
কিসের জন্য এমনতর আহ্লাদে মন ভিজে
চাইছে অনেক আদর সোহাগ, চাইছে নবীন মেঘ
দুখ হারানোর ছন্দে মোড়া টাট্টু ঘোড়ার বেগ।।
হাসির হাটে মুখ লুকানো বাজে স্বভাব যাদের
তাদের মোরা আদর সযতনে এড়িয়ে চলি ঢের।
ছিঁচ কাঁদুনি নই গো দিদি টেনিস খেলি মাঠে
তোমার দিকে তাকিয়ে আমার দুঃখে দিন কাটে।
তোমার যেদিন যাত্রা শুরু সেদিন সহোল্লাসে
এই মিঞা যে দাড়িয়ে ছিল রেণু মেখে ঘাসে
সেদিনও এমনতর তুমি ছিলে অবিশ্বাসে
আধমরারা ঘা খেয়ে যে ছিল তোমার পাশে।
সেই আলাপের প্রলাপ বুঝি খুঁজি মনে মনে
নেই আর সেই বিশ্বাস জনগণেশের মনে।।
প্রত্যাশা প্রাপ্তিকে আজ ছাড়িয়ে গেছে ভেবে
অনেক বিষয় না খুঁজে দিচ্ছ তুমি চেপে।
সে সিঁড়ি তোমায় তুলেছে উপরে দিয়েছে গদি তাদের পানে বিরুপ হয়ো না। ভাবো একবার যদি