আগস্ট মানে, বিজয় তূর্জ, স্বাধীন আমার দেশ
সবার মুখে গর্বের হাসি, আনন্দের নেই শেষ।
আগস্ট মানে, বিপ্লবী বন্ধুর যুদ্ধ জয়ের কথা
রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার কঠিন মর্মব্যথা।
আগস্ট মানে, যুদ্ধ শেষের শান্তির শীতল পরশ
বৃটিশ শাসনকে দু’পায়ে দলে, নতুন পুলক হরষ।
আগস্ট মানে, আঁধার কেটে, উদিত নতুন রবি
ত্রি-রঙা পতাকার বাতাসে ওড়ার উজ্জ্বল এক ছবি।
আগস্ট মানে, পরাধীন মুক্ত, আমার জন্মভূমি
এই ধরণীর বুকে জন্ম আমার, মরবোও ধরণী চুমি।
আগস্ট মানে, পবিত্র বসুন্ধরা, নেই কোনো আবিলতা
আসবো ফিরে তোমার কোলে, স্নেহময়ী ভারতমাতা।
আগস্ট মানে, মুক্তির স্বাদ, কালো রাত্রির অবসান
প্রণতি তোমারে জগত জননী, আমরা তোমারই সন্তান।