ভালবাসাই শেষশব্দ – ১০ — মাধব মন্ডল

ভালবাসাই শেষশব্দ – ১০ — মাধব মন্ডল

talkontalk.com
কত দিন এল গেল
সূর্য্যকে ডেকে তুলি প্রত্যেকটা দিন
আর ঘর-বার করি শুধু শুধু
আহত বিড়াল-সুরে গলা ভরে যায়
ছটপট ছটপট ভাঙা ডানা
অদেখা একজন কীট বলে গাল ছোঁড়ে
মনে হয় তাকে শুধু খাস্তা নাম পরাই
এই তো সেদিন মুখে বুকে
কত খেলা কত সখে কত সুখে
হাত ডিঙিয়ে পা আর পা ডিঙিয়ে হাত
ভালবাসা বুনো বুনো, বাঁশপাতা কাত
ওলঢাল নদীমুখো হাঁটি
ওখানেই আমার বসত মাটি
ও এত ব্যস্ত কিনা
সাদা চাঁদ আরও সাদা 
সময় উথালপাতাল ফোঁপায়
জ্বর বাড়ে ঠোঁটে হাতে বুকে
চুপচাপ পাকস্থলি শুধু
মন কঁকিয়ে ছোটে স্বর্ণলতার মতো

Leave a Reply