তুমি আছো বলে এই ভরা ভরা লাগে
দিনে রাতে আছো তুমি রাগে বিরাগে
সময়ের জ্ঞান ভুলে বুকে মুখ রাখ
ভালবাসা সোনা রুপো, সোনা হাসি মাখ।
ভালবেসে ভাল হেসে ভালবাসা নাও
ধীরে ধীরে কখন যে পাখি হয়ে যাও
শিস যত দিয়ে দাও গান হয়ে জাগে
ভালবাসা গান হলে আরও ভাল লাগে।
রোদ জল উঁকি মারে ডেকে কথা বলে
ভিড় সব একে একে দূরে যায় চলে
ভোর ভোর রোজ রোজ ঘুম থেকে উঠি
ফুল থেকে তাপ নিয়ে ফুল হয়ে ফুটি
ঠোঁটে যদি দাও ঠোঁট ঘোড়া হয়ে ছুটি।
স্বপ্নের হাত ধরো কালো মেঘ মাড়িয়ে
সাদা মেঘ ছুটে আসে দু’হাত তো বাড়িয়ে
কুয়াশারা ঐ ছোটে, হি হি হাসে বাঁশ
তুমি আমি কথা বলি, চুপ চারপাশ !