ভালোবাসার টানে // যাকারিয়া আহমদ Leave a Comment / গল্প করে দুই'য়ে মিলে / August 28, 2019 August 28, 2019 / By sahitya patrika সন্ধ্যাবেলার নির্জনতায় পুকুর ঘাটের পাশে ডালিম ডালে দুইটে পাখি লেজ নাড়িয়ে নাচে গল্প করে দুই’য়ে মিলে কে কার আশে বাঁচে। # একটি পাখি ঠোঁট বাঁড়িয়ে কী যেন কয় কানে অপরটি যায় লেজ নাড়িয়ে ওই পাখিটির ডানে পাতার ফাঁকে লোকয় তারা ভালোবাসার টানে।