“ভালো আছি, ভালো থেকো”
চির-চরিত এই সংলাপ
যেন শুষ্ক মরু জীবনে
তাজা এক রক্ত গোলাপ।
দ্রুত বেগে যাচ্ছে পালটে
স্থান, কাল, পাত্র আর দেশ
সুখের দিনের সুখ-পরশের
থাকছে না কোনো রেশ।
অধরে সবাই সাজিয়ে রাখে
শরৎ মাখা হাসি
জানতে পারি না
কার হৃদয় কতোটা বানভাসি।
মন থেকে মুখ
হাজার মাইল দূরত্ব এই পথ
সত্যি বলার কেউ তো কখনো
করে নি তো শপথ।
হারিয়ে গেছে সৌজন্য জানানো
দীর্ঘ পত্র লেখা
হারিয়ে গেছে ডাক-পিওন
যায় না তারে দেখা।
মূল্য হীন হয়েছে
পুরাতন যতো কাল-জয়ী গান
জমতে জমতে পাথর হচ্ছে
পুঞ্জীভূত নিরব অভিমান।
তোমার মতো আছো তুমি
আমিও আমার মতো
সুখ-দূঃখের পায় না প্রকাশ
থাকে সে সংযত।
ব্যাক্তিগত যা কিছু
সব তোলা থাকে পকেটে
পৃথিবীর সাথে জীবনটাও
হয়ে যাচ্ছে ঘোলাটে।