প্রতিদিন লেগে আছে যুদ্ধ
মন বিচারী দেখি তা সঠিক ও শুদ্ধ।।
মিথ্যার সাথে সত্যের দ্বন্ধ
ন্যায়কে অন্যায় বানায় হই মুগ্ধ
তবে তা স্বল্প সময় দেখে হই ঋদ্ধ।।
ধার নিয়ে না দেবার ধান্ধা
সহযোগি বানায় কিছু আন্ধা
পা চাটার দল বিবেক নয় সমৃদ্ধ।।
কিছু মানুষ এখান থেকে সেখানে বহে বোঝা
গাধার গাধা বুঝে আধা, নয় সরল সোজা
শয়তানের পাল্লায় আগাগোড়া অন্ধ।।
কেউ পায়, কেউ পায় না মুক্তি
শয়তান সর্বদা সচেষ্ট দিতে কুযুক্তি
মন মজাইছে মন্দে পায় না ভাল গন্ধ।।