পলাশের রং এ মজেছি একদিন
তারপর একদিন পরেছি প্রেমে
আমার কিছু ভুল অভ্যেস বুঝতে না পারা,
আজ তাই বসন্তপীড়িত ঝরে পরছি তপ্তবিকালে
.
.
তুমি কি ভুল করে আসো রোজ
আঁচলে রাখ ব৻সন্তপিড়িত ফুল
এইমাত্র ঝরে পরল আমারই ভুল
বিকেলের রাঙা রোদে রাঙা তোমারই মুখ
.
.
আমার কিছু ভুল আজও,নির্বিশেষ!
কেদুলি ফেরত বাউল গান গাইছ বেশ,
সে আমারই মত বসন্তপীড়িত কেউ !
তুমিও কি চকিত মৌসুমী কোন , তপ্তবিকালে
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika