আমি জীবনকে পেয়েছি
জীবনের মধ্যে
মুখোমুখি হয়ে, বুকে মাথা রেখে
স্বপ্ন দেখতে চেয়েছি
প্রত্যাখ্যাত না হলেও প্রেম গড়ে ওঠেনি।
চুমু অন্বেষণে ধ্বংসস্তূপের মধ্যে
একফোঁটা বৃষ্টির ছাঁট পেতে চেয়েছি
জোটেনি।
বাঁচার উন্মাদনায় বাঁচাতে চেয়েছি
নিঃসঙ্গতাকে
সাড়া মেলেনি।
নারীদেহের বিভঙ্গে গৃহযুদ্ধ লেগেছে
অনুভব করেছি
সাক্ষ্য মেলেনি।
খনির মধ্যে তাই জীবনের উদ্দেশ্যে
নতুন ভূমিকা
লিখতে চাইছি।
ঠিকানা খুঁজে পাইনি—–.