.
.
সব সাবজেক্ট ভালোই পারি
শুধু পাই একখানাতেই গোল,
নামটা তোমরা শুনতে চাও?
ভূ-গোল,আরে,ভূ-গোল।
শতশত পাহাড় চূড়ো,
গুচ্ছ খানেক খাত,
কত রাজ্যের রাজধানী সব
ভাঙছে আমার দাঁত।
গাছগাছালি সবই ভুলি
নাম বড় খট্ মট্,
জলবায়ু একেক রকম
ভুলছি যে চট্ পট্।
নর্থ পোল থেকে সাউথপোল
বন্ বন্ সব ঘুরছে,
ভূগোল আমায় করল পাগল
যেন মাথার ভিতর নাচছে।
বই টি নিয়ে রোজই ঘুমাই,
স্বপ্ন দেখি রাতে,
পরীক্ষাতে দারুণ লিখি-
শ’ নম্বর হাতে।
তারপরেতে ঘুম ভাঙলে,
সবই স্বপ্ন ছিল দেখি,
এবার থেকে পড়ব আরও
দেবনা আর ফাঁকি।
.
.
.
..