মনের আঙ্গিনা
মিজানুর রহমান মিজান
যত করে বুঝাও বন্ধু বুঝিনা
একঘুয়েমি ভাব পুষি মনের আঙ্গিনা।।
সর্ব বিষয়ে জ্ঞানী আরতো কেহ নয়
এ ভাবনায় শরির মন হচেছ ক্ষয়
পরহিংসা, পরনিন্দায় আকৃষ্টজনা।।
সবার নেতা তিনি এ ধ্যান-ধারণা
উদ্ভট আর আজব তথ্যে চালায় প্রচারণা
ধরা পড়ে যায় স্বল্পে আর আসে না।।
লাজ লজ্জার নাই বালাই
কিছু হয়নি এমন বাজায় সানাই
পথিক থেমে যাও, পা বাড়াইও না।।