ঢং ঢং ঢং ঘড়ির কাঁটা ছুটছে দেখ কেমনে,
সময় আমার ছুট্টে পালায়,
ধরে আমায় দে এনে।
.
ধরব আমি মুঠোয় তারে,দেখব ছুটে কোথায় সে ধায়,
দূরে কোন ঐ আকাশ পানে
তারার দলও রাস্তা হারায়।
.
ছুটব আমি পিছে তারই,আকাশপানে আজ না হয়,
সুপ্ত মনের ইচ্ছেগুলো
মেলে ডানা আজ পালায়।
.