মন’টা আজি মন নেই আর
স্নিগ্ধ সতেজ ফুল যে!
তোমার ফুলের পরশ পেয়ে
সোল্লাসে অতুল যে।
ফুল যে এখন সামর্থ এক
বিরাট ফুলের তোড়া!
ভগ্ন সকল মন গুলিকে
দিতেই পারে জোড়া।
ফুলটা যেন অনেক রঙিন
জীবনরসে সিক্ত;
ব্যথায় ভরা সকল প্রাণের
কষ্ট তুলে নিক তো।
মন’টা কে তাই ফুলসম পাই
অপার প্রেমশক্তি!
প্রাণে প্রাণে প্রেম বিলাবে
অকুণ্ঠ সে ভক্তি।
ফুলের মাঝে জীবন সাজে
পুষ্পমুগ্ধ সুখে!
গভীর ভালবাসা বাধে
কুসুম- কোমল বুকে।
ফুল দিও হে পুষ্পসুজন
ফুলেল জীবন চাই যে;
ফুলের মত গন্ধ দিতে
অসীম সাহস পাই যে।
মন’টা কে তাই ফুল ক’রে দাও
আপন কোন হাতে;
জীবন হবে মৌ মনোরম
কাটবে না উৎপাতে।