চল, ফিরে চল মন
এই দেয়ালা
এই চাই চাই খেলা
এলোমেলো
আর ভাল
লাগে না।
মন তাই
ভালবাসা চায়
আয় আয়
লাগে না।
হাসি কান্নার রোলে
দুঃখের মৃদঙ্গ বোলে
শান্তিকে ধরে
মর্ম মাঝারে
যাই তাই ফিরে।
থাক ছেলে খেলা
মিছে হেলাফেলা
বুক জুড়ে অনাদর।
আসলে স্বার্থপর
জগৎ মাঝারে–
এসো প্রিয়ে
লুচি ঘিয়ে
কলকল ভাজি।
এসো বসো
মৃদু হাসো
হয়ো না নিমরাজি।
করো না ছলা।
বোঝ নাকি তুমি।
মস্তকে. চুমি
নাই আর বেলা।
পরে আসে বেলা
সাঙ্গ সব খেলা
মন জুড়ে শূন্যতা।।
তাই আমি চাই
এ বেদনায়
অবসান হোক যাতনা।
শান্তির খোঁজে
যেন মন বোঝে।
নয় ভোলবাজি।।