মন এক মন্দির
দেব এখানে স্থির
থাকে না যে একা।
ক্ষণে ক্ষণে এই মনে
অবিরাম জাল বোনে
যেন জল রেখা।।
কখনো কোলাহল
কখনো অচঞ্চল
কখনো চিত্রলেখা।
কখনো বোঝা যায়
কখনো বোঝা দায়
আশাহত বিভীষিকা।
মনে মনে
প্রতিক্ষণে
নানা আবদার।
কখনো গড়ে
কখনো ভেঙে
করে চুরমার।।
যোগীর মন
বিশ্বের ধন
মন বস তার কাছে,
না চেয়েও তাই
বড় আনন্দ পায়
বাসনা না যাচে।
নির্বাসনা কুসুম তুলি
এমনের জানলা খুলি
কবে হবে বোধোদয়।
চিন্তামণি চর্তুভুজে
না পূজে বেড়াই খুঁজে
সস্তা লাভের আনন্দ অক্ষয়।