এই যে আমার সাধের জীবন
যত্নে পরিপাটি;
আদর স্নেহ ভালবাসায়
সোনার চেয়ে খাঁটি।
.
.
পিতা গুরু মাতা গুরু
অনেক করেন দান;
তাদের শিক্ষা দীক্ষা পেয়ে
বাড়ছে জীবন মান।
.
.
সত্যনিষ্ঠ সুখী জীবন
যাপন ক’রে ধন্য;
বিশ্বচরাচরে মানুষ
শ্রেষ্ঠ বলে গন্য।
.
.
সন্তানেরে মাতাপিতা
আগলে রাখেন বুকে;
আশীষ করেন মুহুর্মুহু
আনন্দ আর সুখে।
.
.
হাজার লাখো কষ্ট,দুঃখ
প্রকাশ করেন হেসে;
এক জীবনে ঋণ পরিশোধ
হয়না ভালবেসে।
.
.
তাদের ভালবাসতে ত্রাতা
দীর্ঘ জীবন দাও;
নিরন্তর এই ভালবাসার
প্রীতি টুকুন নাও।
.
.
পিতা মাতার প্রীতির জন্য
যায় যদি যাক প্রাণ;
একাল ওকাল পরম সুখে
ছড়াক সুখের ঘ্রাণ।
.
.
পিতা মাতার শাসন বারণ
সোনার চেয়ে দামী;
তাইতো শিশু দিনে দিনে
হয়ে ওঠেন নামী।
.
.
তাদের সেবায় তুষ্ট হৃদয়
সাগরসম মহান;
আকাশসম বিশাল চিত্তে
সুখের বাতাস বহান।
.
.