মাতৃস্নেহ তুলনাহীন
বিধাতার এক পরম দান।
এই পৃথিবীর সকল মাতার
বুকের ভিতর বয় সমান।
মাতৃস্নেহের কমতি হলে
শিশুর বিকাশ বিঘ্ন হয়।
গরিব,দুখী, অনাথ শিশুর
হৃদয়খানি পুষ্ট নয়।
মায়ের শাসন, নিষেধ, বারণ
শিশুর জন্য একান্ত।
ভূক্তভোগী সকল মাতার
এমন কথা কে জানতো?
মা’য়ের আদর,অন্ধস্নেহ
পরিমিতি কম জানে।
অধিক স্নেহের মূল্য দিতে
টের পাওয়া যায় জান্-প্রাণে।
অলস,অবোধ,মিথ্যাবাদী
সন্ত্রাসী কিংবা অসৎ।
অধিক স্নেহের নষ্ট ফসল
বিজ্ঞজনের নেই অমত।
পরিমিত আদর স্নেহে
শাসন,বারণ থাকা চাই।
শিশুর জন্য বাঁচা-বাড়ার
একমাত্র উপায় তাই।