পশুরা কি জানে ?
আমরা তাদের “পশু” বলে ডাকি।
কিন্তু মানুষ তো জানে
আমরা নিজেদের “মানুষ” বলে ডাকি।
প্রশ্ন হ’ল মানুষ কি মানে ?
মানুষ হতে আমাদের এখনো বাকি।
আছে কি আমাদের জ্ঞানে ?
“মান-হুশ”-এ দিচ্ছি আমরা ফাকি।
করছি না কি রাতে-দিনে ?
অন্যায়-অপরাধ, আরো যত চালাকি।
লাগবে কি, আমাদের মানে ?
যদি বলি ” মানুষ “শব্দটি মেকি।
মনুষ্যত্বের ব্যবহার আজ আছে কোনখানে ?
” মানুষ ” হতে আমাদের এখনো বাকি।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika