এক ফালি নালার ওপাারে নেপাল
এপারে ভারত। ভারতে ল্যান্ডরোভার
স্ট্যান্ড। সান্দাকফু যাওয়ার ট্রেকার
ও গাইডের ভিড়। নালার ওপারে সবজির দোকান। সেখানে দুই দেশের
লোকেরা দরাদরি করে ও কেনে।
রাস্তার পাশ দিয়ে সিড়ি উঠে গেছে।
উপরে শিবমন্দির। ক্যামেরা হাতে উঠে
গেলাম। লেন্সে চোখ রাখতেই ছবি।
শতাব্দীর সেরা আলোকচিত্র। ক্যালেন্ডারের পাতা। মানেভঞ্জনের গোছানো ছবি। উজ্জ্বল, রঙিন, ছিমছাম, পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম। মেঘ আর পাহাড়ের বহমান লুকোচুরি খেলা। রোদ এসে মাঝে মাঝে ধুইয়ে দিচ্ছে। সিঙ্গলিলা অরণ্যের রডোডেনড্রন বনে বনে হোলি খেলছে। আনন্দ যে হৃদয়ের অন্তস্থল থেকে উৎসারিত হয়, বুঝতে পারছি। ধনবান আর কপর্দকহীনকে একাসনে বসিয়ে নিসর্গ প্রসাদ বিলোচ্ছে অন্তহীন।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika