কবিতা আমার স্মৃতির খেয়া বায়
বিস্মৃতির অন্ধকার অতলে
অনিশ্চয়তার তরী বয়ে যায়,
জানা অজানার সমুদ্র মন্থন তার
চেনা অচেনা কত না বিস্মৃত কথা
কত না শব্দের ভান্ডার
ঘুমিয়ে রয় স্নায়ুর শয্যায়,
আজ গোধূলি এ বেলায়
স্মৃতির প্রাণ স্পর্শে
ফুটে ওঠে চেতনার গালিচায়,
জীবনের প্রচ্ছদে
সে ফুলে মালা গাঁথা কবিতায়।