প্রেম মানে প্রথম দেখায়
হতো চোখাচুখি
একটু খানি ভালোলাগা
চিঠি লেখালিখি ।
পৌছে দিতে পত্রখানা
থাকতো মাঝে কেউ
এই সুবাদে পেয়ে যেত
কিছু উপহার সেও।
দেখা রোজ হবেই হবে
আসতো সাইকেলে
প্রেমিকা ঠাঁই থাকতো বসে
দুয়ারে বিকেলে।
কাছাকাছি একটু পেতে
মন যখন হয়
ইচ্ছে পূরণেই চলত
পত্র বিনিময় ।
পাশাপাশি বসে বসে
চেয়ে চেয়ে দেখা
পুকুর ধারে পাথর ছুড়ে
হাতে হাতটি রাখা।
কখনো বা কাছে টেনে
আলতো একটি চুমু
আদর মাখা এই স্মৃতিতেই
মাটি হতো ঘুমু।
মিষ্টি মেয়ে তার প্রেমিকের
ঘেটে দিত চুল।
দুষ্ট ছেলে, প্রিয়ার খোপায়
দিত গুঁজে ফুল ।
এখন প্রেম ফেসবুকে
ছবির পোস্ট দেখা
মন পেতে তারই নীচে
লাইক কমেন্টস লেখা।
লিখে লিখে কথা চলে
তাকিয়ে থাকে ফোনে
চেয়ে থাকার নেই দরকার
পরস্পরের পানে।
তার পরের ভয়ানক কাহিনী না লেখায় শ্রেয় ………….