বয়ে যেতে দেখছি
অনেক সান্নিধ্যের অধরা মোহ
কেউ যেন ছুঁয়ে যায় আলগোছে
কথাকয় গভীর আলোকপাতে,
সে সবকে বলি আপনার
এবং কেও হয়ে ওঠে মিষ্টি,
পরম গ্রাহ্যের কিছু কথা
সশব্দে পতিত হয় নির্বিচারে
ফুরিয়ে যাওয়া সময় হয়ে
স্মরণের অজানা আগ্রহে।
যা কেউ বলেনি, বোঝেওনি
এ অবাধ্যতা শুধুই নীতিকথা
শুধুই কথিত প্রলুব্ধের হাত ছুয়ে
সে জীবনে জীবন মেশা।