আমার যেদিন মৃত্যু হবে
কেমন হবে কান্নাধ্বনি?
কেমন করে ফেলবে মানুষ,
আমার জন্য চোখের পানি!
উল্কা খসার ব্যথায় যেমন
আকাশ কাঁদে নিঝুম হয়ে।
কৃষ্ণচূড়া ফুল ঝরিয়ে
যেমন কাঁদে নীরবে হয়ে।
তেমন ভাবে কাঁদবে না কি?
আমার যেদিন মৃত্যু হবে,
সাদা কাঁফন লেপটে যখন
অসীম পথের স্টেশনে সুইয়ে দেবে।
ভালো না মন্দ এই দ্বন্দ্ব
সেদিনও কি ফিসফিসিয়ে সবার মুখে থাকবে?
গোরস্থানে কবর হবে…
রুহে মাগফিরাতের কুলখানিতে ব্যকুল ব্যথায় কাঁদবে কে কে?
ফকির,মিসকিন আমার জন্য দাওয়াত খাবে!
শুধু আমার জন্য দোয়া চাইবে!
আমার যেদিন মৃত্যু হবে,
সেদিন আমার বিচার হবে,
রেহাই পাব কি শেষ বিচারে?
আল্লাহতালার একটু কি মায়া হবে?
অনেক বছর পেরিয়ে যাবে,
তার পরেও কি আমাকে নিয়ে কথা হবে?
তখনো কি রাম-রহিমের বিবাদ হবে?
রাজনীতিতে গরীবের স্বার্থ নিয়ে কথা হবে!
আমার যেদিন মৃত্যু হবে;মৃত্যুর পর
একে একে অনেকেই আমার সঙ্গী হবে।
নতুন এক পৃথিবী হবে…..
কেমন করে জানা যাবে
সেটা বেহস্ত না দোজখ হবে!