বেঁচে থেকেই মৃত্যু যদি
দিত আমায় দেখা,
গুটি কতক শর্ত দিয়ে
বানিয়ে নিতাম সখা।
.
অসময়ে ডাকতে এলে
বলে দিতাম তারে,
অনেক কাজ আছে পড়ে
এখন যাব না রে।
.
বুঝিয়ে কথা দিয়ে দিতাম
যাবো তার বাড়ি,
আগে ভাগে ডাকতে এলেই
করে নিবে আড়ি।
.
খুব শিখিয়ে দিতাম তাকে
হতে সার্থপর,
অসুস্থতা দুর্ঘটনায়
না বাড়াতে কর।
লুকোচুরি খেলার মাঝে
সেই হবে চোর,
যে আসবে খেলতে আগে
করবে তাকে মোর।
.
আমার সকল বন্ধু সাথে
সাথী হতে হবে,
অকালেতে মৃত্যু আসার
থাকবে না ভয় তবে।
.
.