ওই আকাশে আমার বাস
মেঘ আমি,
নাম আমার মেঘালয়
জল আমার মাতৃজঠর
এ পৃথ্বী আমার মাতৃ আলয়,
পৃথ্বী কন্যা আমি
রবির দহনে বাষ্প হয়ে উড়ি
আকাশে আমায় পাবে তুমি
সেখানে আমি বাস করি,
তোমাদের তৃষ্ণা মেটাতে
আমি বৃষ্টি হয়ে নামি
জন্মভূমি আমার এ ধরায়
জেনো তোমাদের বন্ধু আমি।