
করবে নাকি বিয়ে,
পাত্রী খুঁজতে নাকাল বড়ই
ভূতের মায়ে ঝিয়ে।
সুন্দরী বউ এক,
তোমরা যদি খোঁজ তবে পাও
মিটবে ভূতের শখ।
শাঁকচুন্নী স্কন্ধকাটা
সবাই খুশী বেশ,
মেছো ভূতের বউ খুঁজতে
তারা চলল অন্য দেশ।
হঠাৎ সেদিন মাছ ধরতে
ডোবার পাড়ে মেছো,
দেখতে পেল সুন্দরী এক
পেত্নী সে এক গেছো।
খুশীর চোটে মেছো ভূত
বলল তাকে গিয়ে,
‘করবে নাকি গেছো পেত্নী
আমায় তুমি বিয়ে?’
হ্যাঁ বলতেই বেজায় খুশী
মেছো নাচল ধিতাং তিন্,
বাজল সানাই মেছো ভূতের
এল বড়ই খুশীর দিন।