দেখছি পথিক পথের পরে
চোখ রাঙিয়ে ঝগড়া করে,
একা একা দিচ্ছে গালি
এক হাতেতেই বাজছে তালি।
মোবাইলের যুগে।
দেখছি আবার বাসে ট্রেনে
ব্যস্ত সবাই মুঠো ফোনে,
একা একা হাঁসছে কত
লাগছে পুরো পাগল মতো।
মোবাইলের যুগে।
মাঝে মাঝে ঢোকটি গিলে
জপছে মালা মোবাইলে
পড়েছে বুঝি প্রেমের ফাঁদে?
চ্যাটিং করে ডুকরে কাঁদে।
মোবাইলের যুগে।
ভিড় জমেছে ভাঙাপুলে
পোজটি দিয়ে সেলফি তুলে।
ফেসবুকেতে পোষ্টটি ছেড়ে
দেখছে কত লাইক পড়ে।
মোবাইলের যুগে।