বিশেষ একটা সময়…
তোমার আমার চারপাশে-
ইঁদুর বিড়াল, নিদেনপক্ষে
একটি পাখিও নেই।
সব গেল কোথায়!
কোথাও একটানা স্তব্ধতার গোঙানি!
মৌনতা এতখানি প্রশস্ত হয় নাকি!
নির্জনতার এই চালচিত্রে ছড়িয়ে দিই-
আমাদের নিঃশ্বাস…

ঠিকানা:
আশরাফুল মণ্ডল
“বিদিশা”, ৪/১৭ চন্ডীদাস এভিনিউ, বি-জোন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ৭১৩২০৫