অস্তাচলের জীবনগাথাঁ
শুনবে কি ভাই বাবুই কথা
মাঝ বিকেলের হালকা আলোয়
আবছা লাগে জীবন প্রথা।
শুনবে কি ভাই বাবুই কথা
মাঝ বিকেলের হালকা আলোয়
আবছা লাগে জীবন প্রথা।
রীতি নীতির সমাজ ধারায়
এই অশনির নিস্তার নাই
ভাংছে পৃথ্বী ভাসছে স্মৃতি
ময়ূরাক্ষীর বিস্তার নাই ।
এই অশনির নিস্তার নাই
ভাংছে পৃথ্বী ভাসছে স্মৃতি
ময়ূরাক্ষীর বিস্তার নাই ।
সন্ধ্যা হাসায় সন্ধ্যা কাঁদায়
ভীষণভাবে আলোক ছায়ায়
ভীষণভাবে আলোক ছায়ায়
সময় তো হায় যায় এগিয়েই
কেবল মানুষ গুলো রয় পিছিয়ে
জীবন জগৎ একই ছাঁচে
চলছে কেবল ভিন্ন ধাচেঁ।
কেবল মানুষ গুলো রয় পিছিয়ে
জীবন জগৎ একই ছাঁচে
চলছে কেবল ভিন্ন ধাচেঁ।
তাই দিনের শেষে আলসেমিতে
ময়ূরাক্ষী নিদ্রা খোঁজে।
ময়ূরাক্ষী নিদ্রা খোঁজে।