একটা ছেলের সাথে একটা মেয়ের প্রায় দের বছর প্রেমের সম্পর্ক ছিল।মেয়েটা ছেলেটাকে পাগলের মত ভালবাসত।কিন্তু ছেলেটা ছিল একটু চঞ্চল টাইপের সে ভাবত মেয়েটাত তাকে অনেক ভালবাসে সে যত ভুলই করুক মেয়েটা তাকে মাফ করে দিবে।ছেলেটা এটা ভেবে অনেক উল্টাপাল্টা কাজ করতে থাকে যেমন(অন্য মেয়েদের সাথে ফ্লট করা,তাকে সময় কম দেয়া)মেয়েটা একসময় ছেলেটার এই সকল কাজের কথা জানতে পারে কিন্তু মেয়েটা ঔই ছেলেটাকে কিছু বুজতে না দিয়ে ছেলেটাকে সুধরানর অনেক চেস্টা করে কিন্তু তাতে কোন লাভ হল না।
ছেলেটা আগের মতই আছে।মেয়েটা আস্তে আস্তে বোঝতে পারে যে ছেলেটা আগের থেকে অনেক বদলে গেছে।ছেলেটা হয়ত ভেবে ছিল ঔই মেয়েটাকে ছাড়া সে তার জীবন ভালভাবেই কাটাতে পারবে।তাদের সম্পর্কের মধ্যে প্রায়ই অনেক জগরা হতে থাকে এইরকম জগরা করতে করতে ছেলটার মনে কখন যে মেয়েটা জায়গা করে নেয় ছেলেটা বুঝতেই পারল না। ছেলেটা মেয়েটাকে ভালবাসতে শুরু করল।কিন্তু তাতে কোন লাভ হয় নি।
কারন ছেলেটা অনেক আগেই মেয়েটার বিশ্বাস ভেঙ্গে ফেলেছে।মেয়েটা এখন আার তাকে আগের মত বিশ্বাস করেনা।ছেলেটা এখন যাই করে সব তার কাছে অভিনয় মনে হয়।আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে দূরত্ব ভারতে থাকে।মেয়েটা ছেলেটার কথা একটুও বিশ্বাস করেনা।উল্টো ভূল বেঝে।একদিন ছেলেটার মন অনেক খারাপ তখনও মেয়েটা মন খারাপের কারণটা ভুল অনুমান করে আবার ছেলেটাকে উল্টাপাল্টা বলতে থাকে তখন ছেলেটি মেয়েটার সাথে অনেক রাগারাগি করে।মেয়েটাও রাগ করে ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দেয়।দু দিন পর ছেলেটা মেয়েটাকে ফেন দিয়ে মাফ চায় কিন্তু মেয়েটা ছেলেটাকে মাফ করেনি।
ছেলেটা মেয়েটাকে অনেক ভাবে বুঝানোর চেস্টা করে কিন্তু মেয়েটা তাকে বারবার ফিরিয়ে দিয়েছে।হয়ত ছেলেটারই ভুল ছিল ভুল সৃৃময় ভালবেসে। ছেলেটা এখনও তাদের ফেসবুকের চেটিং দেখে। প্রত্যেক দিন ছেলেটা মেয়েটার কনভার্শন দিকে তাকিয়ে থাকে ছেলেটা বিশ্বাস করে মেয়েটা একদিন ঠিক ফিরে আসবে।ছেলেটা এখন আার আগের মত হাসে না।ছেলেটা এটা খুব ভালভাবে বুঝতে পেরেছে বিশ্বাস একবার ভাঙ্গলে সেটা আর জোরা লাগে না
ঢাকা,বাংলাদেশ