দুরূহ দুর্বোধ্য শব্দ কথা
নিজের সঙ্গে নিজে কথা বলা
সে কি হয় কবিতা?
জীবন যুদ্ধে জনতা
কোথায় হারালো তারা?
তাদের হারিয়ে
সে কি হয় কবিতা?
ঝর্ণার জল শুকায়
নদী স্রোত হারায়
তুমি নেই তাদের বেদনায়
কেমনে তা হয় কবিতা?
অপুষ্ট মানুষ জোটে না আহার
সে কথা নেই কবিতায় তোমার
সে কেমনে কবিতা আমার?
আকাশে বজ্রপাত সমুদ্রে তুফান
দাবি ন্যায্য অধিকার,
নীরব তোমার কবিতা,
প্রয়োজন কি সে কবিতার?
কবি নেমে এসো
সরল সহজ ভাষায় বল
বল মানুষের কথা
যথার্থ হয়ে উঠুক কবিতা।।