যদি // রণেশ রায় Leave a Comment / যদি বিরাট এক প্রাসাদ / July 24, 2019 July 24, 2019 / By sahitya patrika যদি একখানা রুটি ভাগ করে খাই মনের মিলনে মিলবে খিদে ভাই। যদি বিরাট এক প্রাসাদ একাই ভাগ চাই ভাই-এ ভাই-এ যুদ্ধ অশান্তির শেষ নাই। যদি পায়ে পায়ে চলি সবাই মোরা মিলি লক্ষ্যে পৌঁছে যাই কোন ভয় নাই। যদি বর্ণে ধর্মে ভাগ শত্রু দেয় হানা শক্তি হারা মোরা হার যে নিশ্চত জানা।