যায় — বিশ্বনাথ পাল

যায় — বিশ্বনাথ পাল

যায়   --  বিশ্বনাথ পাল



যায় চলে সব

করে কলরব
নীরবে আবার কেউ যায়, 
মনের ঘরে
যতন করে
কেউ ধরে, কেউ দাগা পায়। 
যাওয়া যার
আসাও তার
তার পানে পথ চাওয়া
মন মানে না
কথা শোনে না
কথার পিঠে সুর ধাওয়া
যায় চলে যা  
ফেরে না তা–
স্মৃতির মানিক জ্বলে
যায় দিন
তবু রঙিন
মানুষ মন মজিয়ে চলে। 
কর্তা এবং কর্ম
নয় যে যুগধর্ম
বুঝবো কবে  আর? 
প্রয়োজন বিনা
যায় না জানা
পথ যে যাওয়ার! 

Leave a Reply