সবকিছুই কি মানতে পারলাম
জীবন জটিল যা দিল?
দুচোখের পঙ্কিল সীমানায়
তেমনি পদচারণের
আর কি সে আস্কারা রইলো?
এমনি দৃষ্টিসার বৃষ্টিদিনে
জীবন প্রদাহ শীতলতার সন্ধানে
যেরূপ ভিজেগেল –
তার অনেকটাই যে লঙ্ঘিত
স্পর্ধার দায়ে বিবশ হয়ে উঠল,
যা বড় আপনার ছিল।
বাদল রাতের মাতাল
মনের নীরব কথন
আর স্বপ্ন বারির অনেক নাবলা
কথার অতিব সংরক্ষিত মিশ্রণ।
নিশ্চুপের প্রতিধ্বনিত বাক্য
অর্থপূর্ণ আত্ম বিদ্রোহে
শুধু চেয়েরয় সে পানেই –
বিক্ষিপ্ত নীতির বৃষ্টি ফোঁটায়
ক্রমান্বয়ে ঝরে যায় আশা
একটু একটু করে আরো দূরে
হৃদিপটে লালিত প্রভূত প্রত্যাশা ।