খোলাম কুচির ভেতর শুয়েছিলো সকালের রোদ
.
এসময় তুই কেন ফিরে এলি মনের ভেতর
তোকে চাপা দিয়ে বেরিয়ে যাবো এবার
শুয়ে থাকিস্ রোদের আদরে ভিজে যাস্ তুই
.
ডালিমের পাতার নীচে জমানো বিষাদের ঝুলি
জমিয়েছি দিনে দিনে শ্রাবণে ফাগুনে
একটু বসবি আয় তোর বুকে ভরে দিই একষট্টির গল্প
.
দোয়েলের আসা,বাসা বাঁধা ডালিমের ডালে ডিম পাড়া ,টুনটুনি ও দুষ্টু বিড়ালিনীর গল্পের মতো ,
কে হবি টুনটুনি তুই না আমি
.
মনের ভেতর থেকে বারে বারে বলবো ,বেগুন কাঁটার খোঁচা খাস্ কেন
দুষ্টু বিড়ালিনী,যা তুই ফিরে যা ….
.
.
.