১
ঘুম ভেঙে যায় চোখের কোণে,তারাদেরই গুনগুনানে।ঘুম নেই যে তাদের চোখে—
রাতাকাশে দীপ যে রাখে।।
ঘুমের ঘোরে কী কথা যে, আমার সাথে কইতে ডাকে।
যাই বলে যায় তাদের নামে—
সবই আমার কল্পনা রে।।
আমি কতোই গিয়েছি কাছে,স্মৃতি আছে মনের মাঝে।
তারা-ঘরে বন্দী করে—
দিলি না কেনো আমায় রেখে।।
আমি এক মানুষ বটে,বড়োই কেমন কেমন!
কখনো আমি বলিনি তোরে—
‘রইলো নিমন্ত্রণ’।।
২
স্বপ্ন যখন চোখের কোণে,মনে যে এক দোলা আনে।
পার হয়ে যায় গগনসাগর—
কোথায় যে সেই তারার আসর।।
সবই আমার ভ্রম কি তবে,পেলাম না কিছু এতই ভেবে?
সত্যি তারা কোথায় গেলে—
কী হবে এই লুকোচুরি খেলে।।
তোমরাও এক মানুষ বটে,বড্ডো আজব আজব।
বলা আর হলো না তোরে—
‘রইলো নিমন্ত্রণ’।।