কত এলো মেলো চিন্তা
ভর্তি বাড়ির বারান্দা,
কিছু উড়ে এসে আবীর গুড়ো
ছুয়ে দিয়েছে সাদা পর্দা।
তেমনই তুমি আসো না কেন
আমার না ডাকাতেই শুন্য হলো
এসে দুটি গালে দেবে তুমি রং যা ছিল।
আমার চোখ বন্ধ করতেই
এসে দুটি গালে দেবে তুমি রং যা এলোমেলো।
বাইরে লুকিয়ে গা বাঁচিয়ে
যাচ্ছি আমি জল শুকিয়ে শুকিয়ে
সবার আগে তোমার লাগে
আমি মাখবো রং তোমার হাতে
আমি মাখবো রং তোমার সাথে।
দৌড়ে দৌড়ে বাড়ির সামনে
মুখের রং আদলে
আমি দাঁড়িয়ে আছি তুমি আসবে নাকি
আমায় ধরবে পেছন থেকে
সে ভুল করেই হোক।
ক্ষতি কি রং যে লাগবে মর্মে মর্মে।
রং মিশিয়ে রং লাগিয়ে
চলো জল আর আবীরে
মিলে মিশে সব অভিমান
এক বালতিতে ঢেলে
এক হয়ে যায় এক সাথে
এক হয়ে যায় ভালোবেসে।