১:
অভিমান করি, কভু অভিনয় তো করি না।
তোমার রচনায় মরি; তোমা বিনা নড়ি না
অভিমান যে বোঝাই দায়
তোমার আমার সমান যায়
হৃদয়ে তোমাকে দেখি, তোমা বিনা কিছু আমি স্মরি না।
২:
ফ্রেমে বন্দী একটি দিনে কবিকে ভালোবাসা
তা নয় জেনো, রবি যে আমার নিত্য কাঁদা-হাসা
কবি রবি আজ বহু দূরে
সেই যে সুদূর অচিনপুরে
অনুক্ষণ তাও রবিকে যে পাই, কবি আমার সকল আশা।
ছবিতে আমার কল্পনায় আমাদের গুরুদেব।